ব্যুরো নিউজঃ আন্দামানঃ এনসিএসর (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আন্দামানে ২২ বার ভূমিকম্প হয়েছে। পোর্ট ব্লেয়ারের ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে ভূকম্পনের উৎসস্থল ছিল।
জানা গিয়েছে, গতকাল ভোরবেলা ৫ টা ৪২ মিনিটে প্রথম আন্দামানের মাটিতে ভূকম্পন অনুভূত হয়। এরপর আরো ২১ বার কেঁপে উঠেছে। গতকাল রাতেরবেলা ১২ টা ৩ মিনিটে যে ভূকম্পন অনুভূত হয় তার মাত্রা ৪.৬ ছিল। উৎসস্থল পোর্ট ব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
১২ টা ৪৬ মিনিটে ভূকম্পনের মাত্রা ৪.৩ ছিল। উৎসস্থল পোর্ট ব্লেয়ার থেকে ১৯৯ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। ১ টা ৭ মিনিটে ভূকম্পনের মাত্রা ৪.৫ ছিল। উৎসস্থল পোর্ট ব্লেয়ার থেকে ২৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ১ টা ৩০ মিনিটে ভূকম্পনের মাত্রা ৪.৫ ছিল।
১ টা ৪৬ মিনিটে কম্পনের মাত্রা ৪.৪ ছিল। ২ টো ১৩ মিনিটে ভূকম্পনের মাত্রা ৪.৪ ছিল। উৎসস্থল ক্যাম্পবেল উপসাগর থেকে উত্তর এবং উত্তর-পূর্বে। ২ টো ৫৪ মিনিটে ভূকম্পনের মাত্রা ৪.৪ ছিল। আর আজ ভোরবেলা ৪ টে ৪৫ মিনিটে কম্পনের মাত্রা ৪.৫ ছিল।
তবে এর আগে ২০১৯ সালে ১ লা এপ্রিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ দু’ঘণ্টার ব্যাবধানে ন’বার কেঁপে উঠেছিল আন্দামান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা যথাক্রমে ৪.৭ থেকে ৫.২ ছিল।