মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আজ সন্দেশখালি থানার পুলিশের হাতে গ্রেফতার জুবি সাহা নামে এক জন আইএসএফ নেত্রী। আজ জুবিকে বসিরহাট আদালতে হাজির করানোর কথা।
উল্লেখ্য, সন্দেশখালির বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের প্ররোচনা দেওয়া, মানুষকে একত্রিত করে বিক্ষোভ গড়ে তোলা সহ বেশ কয়েকটি অভিযোগে গতকাল জুবির ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর এদিন তাকে নিউটাউনের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। আইএসএফ সমর্থক তথা জুবির বন্ধু নাতাশা খান একটি ফেসবুক লাইভ করে অভিযোগ করেন যে, “সন্দেশখালি দুই নম্বর ব্লকে অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন বলে পুলিশ অভিযোগ করলেও সেখানে কোনোদিন তাকে দেখা যায়নি। পুলিশ রাজনৈতিক কারণে জুবিকে হেনস্থা করছে।”
প্রসঙ্গত, জুবি নওশাদ সিদ্দিকির দলের রাজ্য কমিটির সদস্য। এছাড়া মিড ডে মিল কর্মী ইউনিয়নের (আম্মা) অন্যতম সংগঠক। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি জুবির গ্রেফতারী নিন্দা করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবী তুলেছে।