ব্যুরো নিউজঃ রাশিয়াঃ প্রবল তুষারপাত ও ইউক্রেন ফৌজের চোরাগোপ্তা হানার পাশাপাশি হানাদার রুশ সেনার মূল বাধা হয়ে উঠেছে ইঁদুর জ্বর। যা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘মাউস ফিভার’ নামে পরিচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশেষ গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী ইঁদুর জ্বরের প্রাদুর্ভাবের কারণে শীতের মরসুমে রুশ সেনা কাবু হয়ে পড়েছে।
সূত্রের খবর, কুপিয়ানস্কে মোতায়েন রুশ বাহিনীর বড়ো অংশই ওই নতুন জ্বরে আক্রান্ত হয়েছে। এই ইঁদুরবাহিত রোগের উপসর্গগুলি হলো- জ্বর, বার বার বমি, প্রবল মাথাব্যথা, দেহ জুড়ে ফুসকুড়ি ও চোখের কোণ দিয়ে রক্ত গড়ানো। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে। ইঁদুরের মল বা শরীরের সংস্পর্শে এলে মানুষ এই রোগে সংক্রমিত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ইউক্রেনের দাবী, ‘‘মস্কো বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। রুশ সরকারের ধারণা, যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক রুশ সেনারা এই জ্বরকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাইছে।’’ প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার একটি গোয়েন্দা রিপোর্টে দাবী করা হয়েছে, ‘‘২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া যুদ্ধে রুশ বাহিনীর তিন লক্ষ ১৫ হাজারেরও বেশী অফিসার এবং জওয়ান হতাহত হয়েছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here