পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সন্ধ্যাবেলা দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের বনহুগলীর কর্মকার পাড়ায় একটি ব্যানার তৈরীর কারখানা থেকে উদ্ধার ১ জন যুবকের ক্ষত-বিক্ষত দেহ। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাময় তুমুল হইচই শুরু হয়ে যায়। মৃত যুবকের নাম কাশেম আলি মোল্লা। বয়স ৩৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কারখানার ভিতর থেকে চিৎকার-চেঁচামেচির আওয়াজ পেয়ে স্থানীয়রা ভেবেছিলেন, কারখানায় কাজ নিয়ে গোলমাল লেগেছে। কিন্তু ক্রমাগত আওয়াজ বাড়তে থাকায় সন্দেহের বশে কারখানার ভিতরে প্রবেশ করে দেখেন কাশেম ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এরপর দ্রুত পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করেছে যে, ওই যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করায় মাথা ফেটে গিয়ে মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে? অথবা এই খুন কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছে? সেই সব বিষয় জানতে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।