নিজস্ব স্নবাদ্দাতাঃ হাওড়াঃ যথাযথ সংখ্যক শিক্ষক না থাকায় সঠিকভাবে ক্লাস হয়নি। আর সেই কারণেই শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আইআইইএসটি) একটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে।
৮ ই নভেম্বর থেকে ১৩ ই নভেম্বর ওই প্রতিষ্ঠানে স্নাতকোত্তর প্রথম সিমেস্টারের মিড-টার্ম পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকের অভাবে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মাইন সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজ়াইন বিষয়টির ক্লাস সেভাবে না হওয়ায় বুধবার আইআইইএসটির সেনেটের জরুরী বৈঠক করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল জানানো হয় যে নির্ধারিত ওই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। প্রতিষ্ঠানের জনসংযোগ আধিকারিক নির্মাল্য ভট্টাচার্য বলেছেন, “স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তি দিয়ে পরে জানিয়ে দেওয়া হবে”।
বিভাগীয় প্রধান সুদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকের ঘাটতি রয়েছে। তা পূরণের প্রক্রিয়া চলছে। আমরা খুব দ্রুত এই পরীক্ষা নিয়ে নেব’’।
২৯ শে অক্টোবর পরীক্ষার রুটিন তৈরী হয়েছে। তবে ৭ ই নভেম্বর সুদীপ্তবাবু প্রতিষ্ঠানের অধিকর্তাকে বিষয়টি জানালেন কেন তা নিয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের এক বড়ো অংশ নানা প্রশ্ন তুলছেন।