বিবাহ বর্হিভুত সম্পর্কের জেরে খুন হলো স্বামী
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে অর্ধ পোড়া মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর বাজার সংলঘ্ন এলাকায় সুশান্ত ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের দাবী, “অনেকদিন ধরেই সুশান্তবাবুর বাড়িতে অশান্তি হচ্ছিল”।
অভিযোগ ওঠে, “দীর্ঘ দিন যাবৎ সুশান্তবাবুর স্ত্রী তার উপর অত্যাচার করতো। স্থানীয় বাসিন্দারা ওই মহিলার বিরুদ্ধে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে পর পুরুষের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের মতন গুরুতর অভিযোগও তুলেছে”।
আজ সকালে আচমকা একজন স্থানীয় মহিলা দেখতে পান সুশান্তবাবুর বাড়ির উঠোনে অর্ধেক পোড়া অবস্থায় কিছু একটা পড়ে আছে। কৌতূহলবশত ওই স্থানীয় মহিলা সেখানে গিয়ে ভালো করে দেখলে বুঝতে পারে অর্ধেক পোড়া একটি মৃতদেহ পড়ে আছে।
এরপরে প্রতিবেশীরা সবাই একসাথে হলে নবদ্বীপ থানায় খবর দেয়। তারপরে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃত সুশান্তবাবুর স্ত্রীকে নবদ্বীপ থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।