চয়ন রায়ঃ কলকাতাঃ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসার শান্তি দাস বসাকের স্বামী গতকাল থেকে নিখোঁজ। ইতিমধ্যে হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। পুলিশও সন্ধান শুরু করেছে। এছাড়া স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমের সাহায্যও নিচ্ছেন। স্বামীর নাম দীপাঞ্জন বসাক। অভিনয় জগতের সাথে যুক্ত।
শান্তি দাস বসাক জানান, ‘‘গতকাল দীপাঞ্জন হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। রাতেরবেলা বাড়ি না ফেরায় সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরী করা হয়।’’ এছাড়া এও বলেন, ‘‘গত কয়েক দিন ধরে ওর যেন সব কিছুতেই অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। কোনো কারণে মনখারাপ করে ছিল। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারোর কাছে ওর সম্পর্কে কোনো তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।’’ উল্লেখ্য যে, শান্তি দাস বসাকের পুলিশ মহলে পরিচিতি রয়েছে। এক সময় মানবাধিকার কমিশনের সাথে যুক্ত ছিলেন। রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও দায়িত্ব পেয়েছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here