ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ স্ত্রীকে অবৈধ সম্পর্কে জড়াতে বললেও স্ত্রী রাজি না হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে তার দেহ কড়াইয়ে ফোটালেন স্বামী। দম্পতির ছয় সন্তান এই ভয়ানক দৃশ্য চাক্ষুষ কঢ়ে রীতিমতো শিউরে উঠেছে। পাকিস্তানের সিন্ধ প্রদেশে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মহিলার স্বামী আশিক একটি বিদ্যালয়ের দারোয়ানের কাজ করতেন। তাই বিদ্যালয়ের আবাসনেই থাকতেন। কিন্তু বিদ্যালয়টি আট মাস থেকে ন’মাস বন্ধ ছিল। পরে দম্পতির ১৫ বছরের মেয়ে প্রথম পুলিশকে এই ভয়ঙ্কর ঘটনাটির কথা জানায়।
এরপর পুলিশ ওই মহিলার দেহ গুলশন-ই-ইকবাল এলাকায় একটি বেসরকারী বিদ্যালয়ের রান্নাঘরের কড়াই থেকে উদ্ধার করেন। তবে ঘটনার পরেই আশিক তিন জন সন্তানকে নিয়ে চম্পট দিয়েছেন।
বাচ্চাদের বয়ান অনুযায়ী পুলিশ জানান, “প্রথমে মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর দেহ কড়াইয়ে সেদ্ধ করা হয়। এমনকি একটি পা দেহ থেকে বিচ্ছিন্নও করা হয়েছিল।” কিন্তু ঠিক কি কারণে খুন করা হয়েছে তা এখনো অবধি সঠিক ভাবে জানা যায়নি।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি অভিযুক্ত আশিকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন।