নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ হাসপাতালে অসুস্থ স্ত্রীর মৃত্যু হয়েছিল। আর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মহিলার দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু স্বামী স্ত্রীর মৃতদেহ শেষকৃত্য না করে ঘরেই রেখে দিলেন। স্বামীর বিশ্বাস ছিল, “ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই স্ত্রী বেঁচে উঠবেন। তামিলনাড়ুর মাদুরাইয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম মালতী। গত ৮ ই নভেম্বর মালতী দেবীর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ স্বামী বালাকৃষ্ণর হাতে তুলে দিলে বালাকৃষ্ণ আত্মীয় ও প্রতিবেশীদের মৃত্যুর খবর না জানিয়ে গোপনে মৃতদেহ বাড়িতে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে রাখেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ বিষয়টি জানতে পেরেছিলেন। তবে তত দিনে তিন দিন কেটে গিয়েছিল। এরপর পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে মালতী দেবীর মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করলে পরিবারের সদস্যরা আত্মহত্যার হুমকি দেন। পুলিশ পাল্টা গ্রেফতার করার হুঁশিয়ারি দিলে শেষ অবধি স্বামী মৃতদেহ ছেড়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ পরিবারের সদস্যদের জেরা করে জানতে পেরেছেন যে, পরিবারের সদস্যদের বিশ্বাস ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করে মৃতদেহে প্রাণ ফেরানো সম্ভব হবে। আর সেই বিশ্বাসেই তিন দিন মৃতদেহ ঘরে রেখে প্রার্থনা করেছিলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here