নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপর এলাকার বাসিন্দা শেখ সোয়েব আলি ভিন্ রাজ্যে সোনার গহনা তৈরীর কাজ করেন। স্ত্রী শাকিরাকে নিয়ে সেখানেই থাকতেন। কিন্তু অতি সম্প্রতি শাকিরাকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। গতকাল বিকেলবেলা হঠাৎ করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরইমধ্যে সোয়েব রাগে উত্তেজিত হয়ে শাকিরাকে অ্যাসিড ছোঁড়েন। এরপর শাকিরা চিৎকার করতে করতে সেখানেই লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করান। এমনকি সোয়েবও সেখানে পৌঁছে যান।
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/04/WhatsApp-Image-2022-04-09-at-8.06.37-PM-194x300.jpeg)