নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার পীরপুর গ্রামের দুর্গাপুর এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ উঠেছে স্বামী ও তার আত্মীয়দের বিরুদ্ধে। স্ত্রীর সাথে মেলামেশা করতে বারণ করা সত্ত্বেও না শোনায় প্রেমিককে বাড়িতে ডেকে গলা কেটে খুন করা হয়েছে। মৃতের নাম বাবুসোনা ঘোষ। বয়স ৩৬ বছর।
![]()
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
জানা গিয়েছে, কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের ধুবুলিয়া দুই নম্বর পঞ্চায়েতের মায়াকোল এলাকার বাসিন্দা বাবুসোনা এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত। গত কয়েক দিন ধরে তিনি নিখোঁজ থাকায় স্ত্রী শ্যামলী ঘোষ থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করলে পুলিশ তদন্তে নেমেই প্রথমে প্রহ্লাদ ঘোষ এবং স্ত্রী নমিতা ঘোষকে গ্রেফতার করেন।
প্রহ্লাদ ও নমিতাকে জিজ্ঞাসাবাদ করেই বাবুসোনার খুনের কথা জানা যায়। এরপর গতকাল বাবুসোনার কাটা মুণ্ড ধুবুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানান, জেরায় প্রহ্লাদ স্বীকার করেছেন, ‘‘নমিতার সাথে বাবুসোনার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পরে বাবুসোনাকে নমিতার সাথে মেলামেশা করতে বারণ করলেও শোনেননি।
বাধ্য হয়ে নমিতাকে দিয়ে তাকে ফোন করিয়ে কৃষ্ণগঞ্জ থানার পীরপুরে নিজের বাড়িতে ডেকে পাঠানো হয়। এরপর বাবুসোনাকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে গিয়ে আত্মীয় শঙ্কর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন। এছাড়া আত্মীয় প্রসেনজিৎও এই কাজে সাহায্য করেছেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডু কাটা হয়।
আর ওই কাটা মাথা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আমবাগানে পুঁতে রাখা হয়। এরপরেই প্রমাণ লোপাট করতে বাবুসোনার জামাকাপড় আরো ২০০ মিটার মাটির নীচে পুঁতে দিয়ে মাথাভাঙা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।’’ বাবুসোনার কাটা মাথা উদ্ধারের শঙ্কর এবং প্রসেনজিৎকে গ্রেফতার করা হয়। আপাতত জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।
এদিকে শ্যামলী দেবী জানান, “আমার স্বামীকে নমিতা এবং প্রহ্লাদ মিথ্যা ভাবে ফাঁসিয়ে খুন করেছে। আমি ওদের ফাঁসি চাই।” বাবুসোনার দাদা রঞ্জিত ঘোষ বলেন, ‘‘ভাইয়ের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। নিখুঁত পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।’’