ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে গ্রামে হাজির মানবাধিকার কমিশনের দল
নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে মালদার গাজলের রানীগঞ্জ দুই নম্বর পঞ্চায়েতের কেনবোনা গ্রামে জাতীয় মানবাধিকার কমিশনের দল এসে পৌঁছালো। বিজেপি কর্মী-সমর্থকদের দাবী, “বিজেপি থেকে ১৫০ জন সদস্য তৃণমূলে যোগদান করার পর এই এলাকায় অত্যাচার হচ্ছে”।
নির্যাতিতাদের পক্ষ থেকে অভিযোগ যে, “ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে শাসক দলের সঙ্গে পুলিশও যুক্ত। তাই অনেকে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। আমরা ফিরে যাওয়ার পর অনেকে হামলার আশঙ্কা করছেন”।
মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদের কড়া হুঁশিয়ারি যে, “যেসব জায়গায় মানবাধিকার কমিশন যাচ্ছে সেখানে হামলা হলে স্থানীয় থানার আইসি দায়ী থাকবেন। এবার মালদার গাজোল থানায় জাতীয় মানবাধিকার কমিশনের দল নির্বাচন পরবর্তী হিংসার কতগুলো অভিযোগ দায়ের হয়েছে? নির্যাতিতারা থানায় অভিযোগ জানাতে আসতে পেরেছেন কিনা ? তা জানাতে থানায় হানা দিয়েছেন”।
মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, “মানবাধিকার কমিশনের দলের সাথে থেকে হিংসার বর্ণনা বিজেপি জেলা নেতা মিলন দাসের। কোনো বিজেপি নেতা নেই যারা অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগকারীরাই সাথে রয়েছেন”।