নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ফলে একটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। এমনকি, পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সামসুল নামে এক জন দর্জির বাড়ির ছিটেবেড়ার টালির চালের ঘর প্রায় উড়ে যায়। শেখ সামসুলের কিছুটা দূরে আর একটি বাড়ি রয়েছে। তিনি সেখানে থাকেন। দর্জির কাজের পাশাপাশি বিভিন্ন সময় বোমা তৈরী করে সরবরাহ করেন। অভিযোগ ওঠে যে, “কোথাও কোনো গোলমাল হলেই তার বোমা তৈরীর ব্যবসা রমরমিয়ে চলে। বিষয়টি নিয়ে পুলিশকে একাধিকবার জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সামসুল কয়েকজনকে নিয়ে বোমা বাঁধছিলেন। বোমা বাঁধার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটতেই চার জন গুরুতর আহত হয়। আর বিস্ফোরণের তীব্র শব্দে প্রতিবেশীরা ছুটে আসতেই দেখেন, চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। এক জন স্থানীয় মহিলা জানান, “বিস্ফোরণের পরই ওই বাড়ি থেকে একজনকে বের করা হয়। আগে তাকে কোনোদিন দেখা যায়নি। এদিকে এই বিস্ফোরণে আমাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।” অন্যদিকে, আহতদের কোথায় ভর্তি করা হয়েছে, পুলিশ তা নিয়ে কিছু জানায়নি।
Sponsored Ads
Display Your Ads Here