মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের বদরতলা এলাকায় একটি বেসরকারী হাসপাতালে শিশুর জন্মের পরেই মায়ের মৃত্যুর কারণে হাসপাতাল ভাঙচুর করা হয়। এছাড়া হাসপাতালের কর্মী ও কর্তৃপক্ষকেও বেধড়ক মারধর করা হয়। এমনকি রোগীর পরিবার-পরিজন ওই হাসপাতাল বন্ধ করে দেওয়ার দাবী তুলে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের কাঠিয়াহাটের বাসিন্দা সন্তানসম্ভবা মমতাজ বিবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ অস্ত্রোপচার করাতে হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই মমতাজ বিবিকে মৃত বলে ঘোষণা করতেই তার পরিবার-পরিজন ক্ষোভে ফেটে পড়েন। আর চিকিৎসকের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলতে থাকেন। এমনকি মমতাজ বিবির আত্মীয়-পরিজনরা হাসপাতালের ভেতরে ভাঙচুর এবং হাসপাতালের কর্মী ও কর্তৃপক্ষদের মারধর শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর হাসপাতালের সামনের রাস্তাতেও ধস্তাধস্তি চলে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সরকারী ভাবে কোনো বিবৃতি দিতে রাজি হননি। পাশাপাশি তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্য দিকে, মমতাজ বিবির পরিবার-পরিজনেরা অভিযুক্ত চিকিৎসককে শাস্তি দিতে হবে বলে দাবী জানাতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here