নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সোমবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার দীর্ঘ নালা গ্রামে রেশ কুণ্ডু নামে এক জন প্রাক্তন রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই পরিবার সহ গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে যে, ওই বাড়িতে মোট চারটি পরিবার থাকে। এদিন আচমকা ওই বাড়িতে দশ থেকে বারো জনের একটি সশস্ত্র দুষ্কৃতীর দল মুখ ঢাকা অবস্থায় বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পরিবারের সদস্যদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ঘরে আটকে রেখে প্রায় ১৫ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গয়না নিয়ে পালান। এই ঘটনায় স্বয়ং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা সহ পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পরিবারের সদস্যদের সাথে কথা বলে ডাকাতির ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করে পুরো ঘটনাটির যথাযথ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন।