নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় জলঙ্গি-ডোমকল রাজ্য সড়কের উপর সাধিখারদিয়ার বিদ্যালয়ের সামনে থেকে দু’টি বাইকের দ্রুত গতিতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ। আর ঠিক মুহুর্তের মধ্যেই এই দুরন্ত গতিতে ছুটে যাওয়া দুটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎয়ের খুঁটিতে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে ছিটকে পড়তেই গুরুতর চোট পান ২ জন বাইক চালক।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবক জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী রফিউল মণ্ডল ও ২৯ বছর বয়সী জিনিয়াস বিশ্বাস।
Sponsored Ads
Display Your Ads Here
রফিকুল এবং জিনিয়াসের পরিবারের সাথে ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। মৃতদের মধ্যে এক জনের স্ত্রী জানান, ‘‘ডোমকলে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ওর বাইক রেসের শখ ছিল। বার বার নিষেধ করা সত্ত্বেও শোনেনি। ওর শখই প্রাণ কেড়ে নিল।’’ এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here