চয়ন রায়ঃ কলকাতাঃ ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের তরফে দুর্গা পুজোয় অনুদান দেওয়া শুরু হয়েছিল। প্রতি বছর সেই অনুদানের অঙ্ক বেড়েই চলেছে। চলতি বছর এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিলেও ছাড় থাকবে। কিন্তু যে সব ক্লাবগুলি টাকা পাচ্ছে, তারা আদৌ কি টাকার হিসেব দিচ্ছে? অর্থাৎ অনুদানের টাকা খরচ হচ্ছে কিভাবে? তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে কি না? এবার কলকাতা হাইকোর্ট সেই প্রশ্নই তুলেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা হয় যে, গত বছর বহু ক্লাব অনুদান নিয়ে হিসেব দেয়নি। আজ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। দুর্গা পুজোর অনুদান নিয়ে আগের বছর অবধি কতগুলি ক্লাব হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য নিয়ে এবার রাজ্যের হলফনামা তলব করল।
আদালতের মৌখিক বক্তব্য, “আগের যাবতীয় নির্দেশে ক্লাবগুলিকে হিসেব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়েছিল। যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে ভাবতে হবে।” ৪৮ ঘন্টার মধ্যে হাইকোর্টের তরফে হলফনামা তলব করা হয়েছে। আর যে ক্লাবগুলি হিসেব দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চাওয়া হয়। বিচারপতি সুজয় পাল জানান, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিন রাজ্যের তরফে এজি দাবী করেন, “আদালত অনুদান দেওয়ায় কোনো আপত্তি করেনি, তাই পুজোর পরে এর শুনানি হোক। তার আগে রাজ্য হলফনামা দেবে।” বিচারপতি একথা শুনে আপত্তি জানিয়ে বলেন, ‘‘পুজোর পরে আর এই মামলার গুরুত্ব কি? কোর্ট বারবার যে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে, সেই হিসেব দেওয়া হচ্ছে না বলেই এখানে অভিযোগ করা হয়েছে। ফলে সেই ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে।’’