অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শিক্ষক নিয়োগে ইতিহাসের প্রশ্নে ভুল থাকায় ভুলের দরুন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছেন যে, “যেহেতু প্রশ্ন ভুলের বিষয়টি স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে তাই মামলাকারীদের ওই নম্বর দিতে হবে।”
উচ্চ আদালতের এই নির্দেশের ফলে অনেক পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষায় নম্বর বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কয়েকটি প্রশ্নের উত্তরের বিকল্পেও গন্ডগোল থাকায় বিকল্প উত্তরে গন্ডগোল থাকা যে প্রশ্নগুলির উত্তর পরীক্ষার্থীরা দিয়েছেন তাদেরও নম্বর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ওই নিয়োগে ইতিহাসের প্রশ্নপত্র ভুল ছিল এই দাবীতে নবম-দশম শ্রেণীর ২০ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর দু’জন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করেন।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) আইনজীবী এই মামলায় মামলাকারীদের দাবীর সত্যতা রয়েছে বলে জানিয়েছেন। এর পরই ভুল প্রশ্নপত্রের উত্তরের নম্বর বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।