চয়ন রায়ঃ কলকাতাঃ গ্রুপ-ডি চাকরীপ্রার্থীদের মিছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, চাকরীপ্রার্থীরা বুধবার সন্ধ্যাবেলা হরিশ মুখার্জি রোডে হ্যারিকেন মিছিল করার অনুমতি চেয়েছিলেন। বিচারপতি রাজাশেখর মান্থা ওই মিছিলের কর্মসূচীতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন। কিন্তু রাজ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বিচারপতি বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এবং ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “গ্রুপ ডি চাকরীপ্রার্থীরা হরিশ মুখার্জি রোডের বদলে আশুতোষ মুখার্জি রোড ধরে মিছিল নিয়ে যেতে পারবেন। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই মিছিল থামাতে হবে। পাশাপাশি দুপুরবেলা ১২টায় মিছিল শুরু করে বিকেলবেলা ৪টের মধ্যে মিছিল শেষ করতে হবে।”
Sponsored Ads
Display Your Ads Here