নিজস্ব সংবাদদাতাঃ দেরাদুনঃ আজ রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ যাত্রার পথে একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। এর জেরে হেলিকপ্টারটি কেদারনাথের হেলিপ্যাড থেকে প্রায় একশো মিটার দূরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়েছে। তবে হেলিকপ্টারে থাকা ছয় জন যাত্রী ও পাইলট সকলেই সুরক্ষিত রয়েছেন।
জানা গিয়েছে, কেস্ট্রেল এভিয়েশনের হেলিকপ্টারটি সিরসি হেলিপ্যাড থেকে আসছিল। সকালবেলা ৭টা ৫ মিনিট নাগাদ কেদারনাথের হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করতে গিয়েই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আচমকা হেলিকপ্টারটি গোলপাক খেতে খেতে, হেলিপ্যাডের পাশে নীচু পাহাড়ি এলাকায় ঠোক্কর খেয়ে দাঁড়িয়ে পড়ে। যা দেখে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে হেলিপ্যাড থেকে একশো মিটার দূরে জরুরী অবতরণ করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ওই হেলিকপ্টারটি দাঁড়িয়ে যেতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে আসেন। কিন্তু যান্ত্রিক ত্রুটি কি কারণে দেখা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ১০ ই মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে। গঙ্গোত্রী, যমুনেত্রী ও কেদারনাথের দরজা খুলে যায়। আর ১২ ই মে বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যায়। তাই প্রচণ্ড ভিড়ের কারণে আগামী ৩১ শে মে অবধি ভিআইপি দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত হরিদ্বার এবং ঋষিকেশে অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here