অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ফের পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে অবৈধ হোটেল বা লজ ভাঙা নিয়ে জেলাশাসকের নির্দেশের উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে। এদিন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানান, ‘‘আগামী ২৪ জানুয়ারী অবধি কোনো পদক্ষেপ করা যাবে না। আগামী ১৭ ই জানুয়ারী এই মামলার পরবর্তী শুনানি হবে।’’
প্রসঙ্গত, গত ১১ ই নভেম্বর জেলা প্রশাসন মন্দারমণি ও তার সংলগ্ন আরো চারটি মৌজার মোট ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। জেলাশাসক পূর্ণেন্দু মাজি ২০ শে নভেম্বরের মধ্যে ওই সব বেআইনী নির্মাণ ভেঙে ফেলতে হবে বলে নির্দেশও দিয়েছিলেন। প্রশাসন সূত্রে খবর, হোটেলগুলি উপকূল বিধি না মেনেই গড়ে ওঠায় গত ২০২২ সালেও জাতীয় পরিবেশ আদালত এই বেআইনী হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল। কিন্তু হোটেল মালিকদের সংগঠন ওই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর গত ২২ শে নভেম্বর বিচারপতি অমৃতা সিংহ জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে আগামী ১৩ ই ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গত ৪ ঠা ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে জেলাশাসককে বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এদিন এই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। তবে অমৃতা সিংহ না থাকায় শুনানি পিছিয়ে গিয়েছে। আদালত সূত্রে খবর, এখন বিচারপতি পোর্টব্লেয়ার বেঞ্চে রয়েছেন। ফলে আগামী ২৪ শে জানুয়ারী অবধি মন্দারমণির বেআইনী ভাবে গড়ে ওঠা হোটেল ভাঙার বিষয়ে কোনোরকম পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here