নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ফের গতকাল থেকে আজ সকাল অবধি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় অভিভাবকরা যথেষ্ট চিন্তিত।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, “ওই তিন জন শিশুর মধ্যে কারোর বয়স ১৫ দিন। তো কারোর বয়স ৩৪ দিন। আবার একজন শিশুর বয়স ৯ মাস। ওই শিশুদের জ্বর ছাড়াও সেপসিস, নিউমোনিয়া, জন্ম থেকে কম ওজনের মতো সমস্যা থাকায় ওই শিশুরা মারা গেছে”।
মৃত শিশুদের বাড়ি বীরপাড়া, মালবাজার এবং নকশালবাড়ি এলাকায়। পেডিয়াট্রিক বিভাগে ১৯ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলা হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে এক জন শিশুর মৃত্যু হয়। ওই শিশুর পরিবারের দাবী, হাসপাতালে আসার সময় অ্যাম্বুলেন্স পেতে দেরী হওয়ায় ওই শিশুর মৃত্যু ঘটে”।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বহু শিশু জ্বরে আক্রান্ত। মালদাতেও অজানা জ্বরে শিশুর মৃত্যু হয়েছে। করোনার মধ্যেই স্বাস্থ্যদপ্তর এই জ্বর মোকাবিলায় যথেষ্ট তত্পর হয়ে উঠেছে। স্বাস্থ্যদপ্তরের তরফে গাইডলাইনও প্রকাশ করার পাশাপাশি প্রতিটি হাসপাতালের পরিকাঠামো আরো জোরদার করা হয়েছে।
প্রত্যেক শিশুর বাড়িতে পালস অক্সিমিটার রাখার কথা বলা হয়েছে। বেশী জ্বর হলে চিকিত্সকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, “আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু কিছু ক্ষেত্রে শিশুরা দেরীতে আসার কারণে এই ধরণের ঘটনা ঘটছে”।