নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল স্থানীয় হাটমণি-শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিল ও ভর্তি সংক্রান্ত ব্যাপারে ডাকা হয়েছিল। অন্য শিক্ষকেরা শ্রেণী কক্ষের বাইরে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর রায় অতিরিক্ত সোয়াবিন দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে ঘরে ডেকে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই খুদে শিক্ষার্থীকে যৌন হেনস্থা করে। এই ঘটনার পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে মাকে পুরো বিষয়টি জানাতেই তিনি এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে ওই প্রধান শিক্ষককে স্কুল ঘরেই তালাবন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর রায়গঞ্জ থানার পুলিশ ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু ওই প্রধান শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে পুলিশ বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখছে।