পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা শিয়ালদহ-দক্ষিণ শাখার ট্রেনের যাত্রীরা মগরাহাট স্টেশনের পাশে এক মহিলার মুণ্ডহীন দেহ দেখতে পান। যা দেখেই দ্রুত ডায়মন্ডহারবার জিআরপিতে খবর দিতেই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলা স্থানীয় পূর্ব বেলাড়িয়া গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী রেখা মণ্ডল। স্বামী প্রবীর মণ্ডল। প্রবীরবাবু জানান, “প্রতিদিনের মতই খাওয়া-দাওয়া সেরে স্ত্রীর সাথে ঘুমাতে গিয়েছিলেন।
এরপর রাত প্রায় ২ টো ৩০ মিনিট নাগাদ ঘুম ভেঙে বিছানায় রেখাকে দেখতে পাননি। এদিন সকালবেলাই মৃত্যু সংবাদ পান। কিন্তু হঠাৎ এমন ঘটনার কারণ বোঝা যাচ্ছে না।”
তবে রেখার পরিবা্র সূত্রে জানা গিয়েছে, রেখাকে চক্রান্ত করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই স্পষ্ট ভাবে জানা যাবে।