অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আঠেরো তলা থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম আবদুল রহমান। বয়স ২৪ বছর। বাড়ি মালদার বৈষ্ণবনগরে। আবদুল তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যাবেলা আবদুলকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর ভেতরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তারপর টেকনোসিটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ জানিয়েছে, “আবদুলের প্রেমিকার সাথে মলোমালিন্য হয়েছিল।” তবে কি এর জেরেই আত্মহত্যা না, এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্যদিকে, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের তরফে এখনো অবধি কোনো অভিযোগ জানায়নি। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি তার সহপাঠীদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here