ঘর থেকে উদ্ধার মা-বাবা সহ ছেলের ঝুলন্ত দেহ
অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালে ঠাকুরপুকুর থানার জোকা এলাকার ঠাকুরপাড়া রোডের একটি বাড়ি থেকে ছেলে সহ মা-বাবার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করা হলো। মৃতরা হলেন ৫০ বছর বয়সী চন্দ্রবত মণ্ডল, ৪৫ বছর বয়সী মায়ারানি মণ্ডল ও ২৮ বছর বয়সী সুপ্রিম মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ি থেকে কোনো আওয়াজ না মেলায় এমনকি কারোর দেখা পর্যন্ত না পাওয়ায় অনেক ডাকাডাকির পর পাড়া-পড়শীরা স্থানীয় ঠাকুরপুকুর থানার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পুরো বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখেন ছাদের পাশের একটি ঘরের সিলিং থেকে তাদের মৃতদেহ ঝুলছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে হতভম্ভ সকলে।
তারপর পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চালাচ্ছে। এটি আত্মহত্যা না ষড়যন্ত্র করে তাদের খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি কোনো সূত্রের আশায় তিনজনের মোবাইলে থাকা কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিন পশ্চিম শহরতলী জোকা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।