নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি গ্রাম লাগোয়া বেড়াথোলের জঙ্গলে এক কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা তৈরী হয়। মৃতরা ঝাঁটিপাহাড়ির আনন্দবাজার এলাকার বাসিন্দা বাপ্পা বাউরি। বয়স ২০ বছর। ও বর্ষা বাউরি। বয়স ১৭ বছর।
ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারণেই এই মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাপ্পা পেশায় শ্রমিক। বর্ষা স্থানীয় ঝাঁটিপাহাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। গতকাল সকালবেলা বর্ষা অন্যান্য দিনের মতো গৃহশিক্ষকের কাছে গিয়েছিল। এরপর সেখান থেকে ফিরে গামছা নিয়ে বাড়ি থেকে বের হলে আর খোঁজ পাওয়া যায়নি।

এরপর প্রায় দু’ঘণ্টা পরে পুলিশ মারফত বর্ষার মৃত্যুর কথা জানতে পারা যায়। বর্ষার কাকা দশানন বাউরি বলেন, ‘‘ওদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা সে ভাবে জানা ছিল না। তবে নিজেদের মধ্যে ঝগড়া হওয়ার ফলে এই চরম সিদ্ধান্ত কি না বুঝতে পারছি না।’’

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code