অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ট্যাংরার পর এবার কসবার হালতুতে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলো ৩৫ বছর বয়সী স্ত্রী সুমিত্রা রায়, ৪০ বছর বয়সী সোমনাথ রায় ও আড়াই বছর বয়সী সন্তান রুদ্রনীল রায়। সোমনাথবাবু পেশায় এক জন অটোচালক। তার অনেক ধারদেনাও ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ শে ফেব্রুয়ারী সোমনাথবাবুর বাড়িতে পাওনাদার এসে টাকা চেয়েছিলেন। এমনকি হুমকিও দিয়েছিলেন। এরপর এদিন সকালবেলা থেকে প্রতিবেশীরা ওই পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ বশত পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে সোমনাথবাবু, সুমিত্রা এবং রুদ্রনীলের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
তবে শিশুটিকে মেরে ওই দম্পতি আত্মহত্যা করেছে কি না, তা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সম্প্রতি ট্যাংরায় একই পরিবারের দুই জন গৃহবধূ ও এক জন নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পরিবার দেনায় ডুবে গিয়েছিল।