চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা বালিগঞ্জের ডোভার পার্ক এলাকায় এক জন ব্যাংক কর্তার বাড়ি থেকে উদ্ধার তার স্ত্রীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, ব্যাংক কর্তা স্ত্রী ও দুই জন সন্তানকে নিয়ে ব্যাংকের কোয়ার্টারে থাকতেন। এদিন স্বামীর বাড়িতে উপস্থিতিতেই ওই মহিলা আত্মহত্যা করেন। আর অন্য ঘরে সন্তানরা ঘুমোচ্ছিল। বালিগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে কোয়ার্টারে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই মহিলা সন্তানদের ঘুম পাড়িয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে কি কারণ রয়েছে তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ঘর থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।