অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অভিনেত্রী পল্লবী দে ও মডেল বিদিশা দে মজুমদারের পর এবার টলিপাড়ার আরেক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ কলকাতার পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে মঞ্জুষা টলিউডে কাজ করছেন। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন। আর বিদিশার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। পল্লবীর সঙ্গেও যোগাযোগ ছিল। প্রায় তিন-চার দিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন।
গতকাল ফটোশ্যুটও করেছেন। কিন্তু তার মা মঞ্জুষার স্বামীকে জানান, “কিছু দিন মঞ্জুষাকে বাড়িতে রেখে যেতে।” এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পেয়ে অবসাদে ভুগতে থাকেন। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন। তবে পুলিশ এই ঘটনায় কোনো সুইসাইড নোট না পাওয়ায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
এছাড়া বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মধ্যে বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সত্যি ভাবাচ্ছে। এছাড়া বিদিশা এবং মঞ্জুষার মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আচমকা অভিনেত্রীর এই মৃত্যুর পিছনে কি কারণ আছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।