নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে, মৃতা বিহারের বৈশালীর বাসিন্দা সূরিয়া ভারতী ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স টেলি কমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল।
গতকাল সূরিয়া কলেজের পরীক্ষা দিয়ে হস্টেলে এসে পরিবারের সাথে কথাও বলে। এরপর সন্ধ্যাবেলা থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তারপর কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
এরপর মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সূরিয়ার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে পৌঁছান। পরিবারের সদস্যরা দাবী করেন যে, ‘এই মৃত্যু সন্দেজনক।’ পুলিশের কাছে যথাযথ তদন্তের দাবীও জানানো হয়েছে।
ওই কলেজের প্রশাসনিক ম্যানেজার বিপ্লব বসু ঠাকুর বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করেছে।’’ কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে মৃতের পরিবার আত্মহত্যার দাবী মানতে চায়নি। এদিকে এই ঘটনায় কলেজ চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।