রায়া দাসঃ কলকাতাঃ আলিপুর থানা এলাকার হেস্টিংস হাউসের একটি হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ১ ছাত্রীর দেহ। মৃত ছাত্রী ২৮ বছর বয়সী জয়শ্রী মণ্ডল। বাড়ি সুন্দরবন কোস্টাল থানা এলাকায়। এমএডের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
জানা গিয়েছে, ইদের ছুটিতে জয়শ্রী বাড়ি গিয়েছিলেন। আবার মঙ্গলবার সকালবেলা হস্টেলে চলে আসে। সেদিন রাতেরবেলা খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। আর পরদিন আবাসিকরা অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়াশব্দ না পেয়ে হস্টেলের কর্মীদের খবর দিলে হস্টেলের কর্মীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে উদ্ধার করে।
আলিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। কিন্তু এই ঘটনায় অন্য আবাসিকেরা মুখে কুলুপ এঁটেছে। পরিবারকে জিজ্ঞাসাবাদ করায় জানা গিয়েছে, জয়শ্রীর বাড়ির কাছে এক যুবকের সাথে সম্পর্ক ছিল। বিয়ের কথাবার্তাও চলছিল। পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন।
তবে সম্প্রতি জয়শ্রী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। ছুটিতে বাড়ি যাওয়ার পরে এই বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হলে পরিবারের সদস্যেরা বকাবকিও করেন। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছেন, জয়শ্রী পারিবারিক অশান্তির পাশাপাশি সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছে।