নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার করিমপুরে একই কাপড়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মা-ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলো ৫৬ বছর বয়সী রিতা মণ্ডল ও ৩৫ বছর বয়সী বিজয় মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিজয় পাট ক্ষেতে কাজ করতে গিয়ে ভয় পেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ে। ফলে চিকিৎসা চলছিল। কিন্তু এরপর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। আর তারপর কয়েক মাস পর রিতা দেবীও মানসিক রোগে আক্রান্ত হন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মা-ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে বিজয়ের বাবা, স্ত্রী এবং দুই সন্তান একেবারে বাকরুদ্ধ। এরপর রিতা দেবী ও বিজয়কে দ্রুত করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রিতা দেবী এবং বিজয়কে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত মৃতদেহগুলি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দু’জনই মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here