নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর গ্রামে বোমা ফেটে প্রাণ হারালো এক যুবক। বিস্ফোরণে জেরে ওই যুবকের ডান হাত উড়ে গেছে। আর মাথার একাংশ খুবলে বেরিয়ে গিয়েছে। মৃতের নাম ইয়াসুদ্দিন শেখ ওরফে ছাদি শেখ। বাড়ি পার্শ্ববর্তী মাড্ডাগ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাগানের একটি পাম্পের ঘরে বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থ্যলে এসে দেখেন, বিস্ফোরণের কারণে ঘরের দেওয়াল ভেঙে পড়েছে। আর ওই ধ্বংসস্তূপের নীচে একজন যুবক চাপা পড়ে রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের তরফে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবকের বোমা বাঁধার সময় বোমা ফেটেই মৃত্য়ু হয়। এরপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেলডাঙা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
