নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আট দিন নিখোঁজ থাকার পর নেপাল সীমান্তের জয়গাঁ গ্রামে এক নাবালিকার অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগও উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এরপর অভিযুক্তদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়।
নাবালিকার পরিবারের অভিযোগ, “গত আট দিন ওই নাবালিকার কোনো খোঁজ ছিল না। তেমনই আট দিন ধরে প্রতিবেশী এক জন যুবকেরও খোঁজ ছিল না।” এই পরিস্থিতিতে মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারের তরফে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নেপাল থেকে ওই যুবককে গ্রেফতার করে। তারপর অভিযুক্ত ওই যুবক ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেখানে যেতেই নাবালিকার অর্ধদগ্ধ দেহ দেখা যায়। কিন্তু এই ঘটনা ঘটেছে কেন তা জানতে ওই যুবকের দুই জন বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এদিন ওই সকল অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। আর ফরেন্সিক বিভাগেও নমুনা পাঠানো হয়েছে। এদিকে, এদিন বিজেপি নেতা রাজু বিস্তা ঘটনাস্থলে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here