নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ বিমল গুরুংয়ের অনশন, জিএনএলএফের আদালতের কড়া নাড়ার পর অবশেষে আগামীকাল অর্থাৎ ২৬ শে জুন পাহাড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার সাথে জিটিএর নির্বাচন হচ্ছে। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের ডিসিআরসি সেন্টারগুলিতে থেকে ভোটের সরঞ্জাম বিলি করা হচ্ছে।
উল্লেখ্য যে, দার্জিলিং সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু বিমল গুরুং এর বিরোধীতা করে অনশনে বসেছিলেন। তবে এবার বিজেপি এবং জিএনএলএফের মতো দলগুলি নির্বাচনে না থাকলেও অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং অনিত থাপার দল রয়েছে। আর ২১০ জন প্রার্থীই নির্দল।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ায় এবার তৃণমূলও লড়াইতে থাকতে পারে। এবার ২৭৭ জন প্রার্থী ৪৫ টি আসনের জন্য লড়াইয়ের ময়দানে রয়েছেন। হামরো পার্টি ৪৫ জন প্রার্থী ও অনিত থাপার বিজিপিএম ৪৫ জন প্রার্থী দিয়েছে। এছাড়া তৃণমূলের তরফে ১০ জন প্রার্থী এবং সিপিএমের ১২ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
চলতি বছর ৭ লক্ষ ৩২ হাজার ভোটদাতা ভোট দেবেন। আর মোট ৯২২ টি বুথে ভোটগ্রহণ করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here