নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের পুর্ণিয়া জেলার ঈশ্বরীতলায় এক বিয়ে বাড়ির আনন্দ আচমকাই বিষাদে পরিণত হলো। হঠাৎ করেই পাত্র ছাদনাতলা থেকে বিয়ে না করে বর যাত্রীদের নিয়ে বাড়ি ফিরে গেলেন। আর পাত্রী পক্ষ পুলিশের কাছে দ্বারস্থ হন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পুর্ণিয়ার ধমদহের বাসিন্দা রাজকুমার ওঁরাওয়ের সাথে পাত্রীর বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনক্ষণে পাত্র পক্ষ পৌঁছে যান। কিন্তু খাবার পরিবেশন নিয়েই অশান্তির সূত্রপাত। পাত্রী পক্ষ খাবার দিতে দেরী করায় পাত্র পক্ষের সাথে খানিক বচসা শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পাত্র ছাদনাতলা থেকে উঠে পড়েন। পাত্রী পক্ষ থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা সকলে বুঝিয়েও পাত্রকে আর বিয়েতে রাজি করাতে পারেননি।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি পাত্রের বাবা পাত্রী পক্ষকে বিয়ে উপলক্ষে পাওয়া যাবতীয় উপহার ফিরিয়ে দেন। এই ঘটনার পরই পাত্রী পক্ষ পুলিশের কাছে পাত্র এবং পাত্রের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here