নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ রবিবারের পর গতকাল রাতেরবেলা হুগলীর রিষড়ায় নতুন করে উত্তেজনা ছড়ায়। রিষড়া স্টেশনের কাছে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়। এর জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় হাজার হাজার নিত্যযাত্রী সমস্যায় পড়েন। এরপর রাত ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আপাতত সমগ্র এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিষড়ার আগে হাওড়াতেও অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রিষড়া স্টেশনে পৌঁছে রেলের আধিকারিক সহ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগির সাথে কথা বলেন। এরপর রিষড়ার চার নম্বর রেলগেট এলাকা ঘুরে দেখেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া জানান, ‘‘এখানে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেব না। দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে। বাংলার মানুষের শান্তিতে থাকার অধিকার রয়েছে। শান্তি ফেরানো হবে। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাদের ছাড় দেওয়া হবে না। বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here