নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লির আনন্দ পর্বত এলাকায় গ্যাস লিক করে সম্পূর্ণ বাড়িতে আগুন লেগে যাওয়ায় সেই আগুনে ঝলসে গেলো বাড়িতে উপস্থিত এক মহিলা ও তার দু’জন যমজ সন্তান। এই মর্মান্তিক ঘটনায় রিতীমতো শিউরে ওঠে গোটা রাজধানী।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম সুশীলা। বড়ো মেয়ে মেহাক ছোটো ভাই-বোনদের জন্য খাবার বানাচ্ছিল। কিন্তু যে রবারের পাইপ বার্নারের সাথে গ্যাস সিলিন্ডার যুক্ত করে তাতে লিক থাকায় সেখান থেকেই আগুন ধরে যায়। আর এই ঘটনার সময় দু’জন শিশু ঘুমোচ্ছিল। বাবা বাড়িতে ছিলেন না। অতঃপর বাড়িতে থাকা মা সহ চার জনই একেবারে ঝলসে যায়।
এরপর সাথে সাথে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড়ো মেয়ে ১৩ বছরের মেহাককে বাঁচানো গেলেও মা এবং ৭ বছরের দুই যমজ সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। আপাতত মেহাক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।