নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর আহত হয়েছেন ৬ জন। এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পখন্না গ্রামের বাসিন্দা রাখহরি ধাড়া বাড়ির একাংশে মুদির দোকান চালাতেন। সকালবেলা এলাকাবাসীরা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ওই দোকানে ভিড় জমিয়েছিলেন। সেই সময় ওই বাড়ির রান্নাঘরে সশব্দে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এই আগুনে ওই পরিবারের দুই মহিলা সহ দোকানে থাকা চার জন ক্রেতা প্রায় ৭০ শতাংশ পুড়ে যান। এরপর আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে সব দিক খতিয়ে দেখে এই ঘটনাটির যথাযথ তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here