নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগঢ়ঃ সাতসকালে পাঞ্জাবের অম্বালার কাছে সিরহিন্দ স্টেশনের কাছে গরিব রথ ট্রেনের ১৯ নম্বর কোচ থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। একজন মহিলা যাত্রী সামান্য দ্বগ্ধ হয়েছেন। তবে হতাহতের খবর নেই।
সূত্রের খবর, ট্রেনটি অমৃতসর থেকে সাহারসা যাচ্ছিল। আগুন দেখতে পেয়েই লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। এরপর আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। এই বিশৃঙ্খলার জেরে বেশ কয়েকজন যাত্রী আহতও হন।
আগুন লাগার পরই পুলিশ ও দমকল কর্মীদের খবর দেওয়া হলে পুলিশ এবং দমকল কর্মীরা ছুটে এসে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। যদিও এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে ট্রেনে আগুন লেগেছে। সিরহিন্দ জিআরপির এসএইচও রতন লাল জানান, “ট্রেনের মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here