নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ চেন্নাইয়ের বিটিএম লেআউট এলাকায় হবু স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় হবু স্ত্রী রাগের বশে হবু স্বামীকে খুন করলেন। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। মৃত চিকিৎসকের নাম বিকাশ রাজন। এই ঘটনায় এলাকারই বাসিন্দা ওই তরুণী ও তার দুই বন্ধু গৌথাম এবং সুশীলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।
জানা যায়, বিকাশ ইউক্রেনে এমবিবিএস পাশ করেছেন। ন্যাশনাল মেডিকেল কমিশন পরিচালিত স্ক্রিনিং টেস্ট ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস এক্সামিনেশনের (এফএমজিই) কোচিং নেওয়ার কথা ছিল। এর আগে ২ বছর থেকে চেন্নাইয়ে অনুশীলন করেছিলেন। ঘটনার দিন সে বেগুরের কাছে নিউ মাইকো লেআউটে বন্ধু সুশীলের বাড়িতে গিয়েছিল।
সেখানেই বিকাশকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বিকাশের মৃত্যু হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারেন, গত ২ বছর ধরে তার সাথে ওই তরুণীর সম্পর্ক ছিল। বিয়ের কথাও ছিল। কিন্তু বিকাশ এক বন্ধুর নাম ব্যবহার করে একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই তরুণীর নগ্ন ছবি আপলোড করেছিল।
আর গত ৮ ই সেপ্টেম্বর ওই তরুণী ইনস্টাগ্রামে নিজের সেই অশ্লীল ছবি দেখে হতবাক হয়ে যান। এরপর বিকাশকে ওই তরুণী সুশীলের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই তরুণী সহ গৌথাম ও সুশীলকে গ্রেফতার করা হয়েছে।