নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাত্রী পক্ষের থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে বিয়ের দিনই চম্পট দিল বর। এই চাঞ্চল্যকর ঘটনাটি মালদায় ঘটেছে। আর এদিন এই বিষয় নিয়ে পাত্রীর পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পাত্রী স্বাস্থ্য দপ্তরের কর্মী। বাড়ি আলিপুরদুয়ারে।
পরিবারের তরফে অভিযোগ ওঠে যে, প্রায় তিন বছর আগে খবরের কাগজে পাত্র চাই বিজ্ঞাপন দেখে সুমন মজুমদার নামে এক যুবক তাদের সাথে যোগাযোগ করে নিজেকে মালদার সর্বমঙ্গলাপল্লি্র বাসিন্দা ও রায়গঞ্জের একটি কলেজের অধ্যাপক বলে পরিচয় দেন। এছাড়া যুবতীর সাথে দেখা করলেও কোনোদিন বাড়িতে যাননি।
কিন্তু বার বার বিয়ের কথা বললেও এড়িয়ে যাচ্ছিলে্ন। অথচ বিয়ের কথা বলে সুমন ওই পরিবার থেকে বিভিন্ন সময়ে ৬ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছেন। তবে শেষ অবধি যুবতীর চাপে আজ মালদায় বিয়ে করার আশ্বাস দিলে ওই যুবতী বাবাকে সাথে নিয়ে মালদায় যান। কিন্তু সকালবেলা ওই যুবক একবার ফোন ধরার পর ফোন সুইচড অফ করে রেখে দেন।
এরপর ওই যুবতী সুমনের ছবি নিয়ে সর্বমঙ্গলাপল্লিতে গিয়ে সুমনের খোঁজ করে কিন্তু পাওয়া যায়নি। এরপর ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবকের ছবি দিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুমনের সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছে।