নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ায় বাবা-ছেলেকে একসঙ্গে খুন করার অভিযোগে এক জন অভিযুক্ত আসানসোল সংশোধনাগারে বন্দি। কিন্তু হাসপাতালে থাকাকালীন জানলার কাচ ভেঙে পালিয়ে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক কষছিল। শেষে পুলিশের হাতে ধরা পড়ে আবার সংশোধনাগারে এসে পড়েছে।
গত ৯ ই জুলাই পুরুলিয়া মফস্সল থানার কানালি গ্রামে ৭০ বছর বয়সী মদন পাণ্ডে ও ৩০ বছর বয়সী কানাই পাণ্ডে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন। এই খুনের ঘটনার ছ’দিনের মাথায় জেলা পুলিশ এবং সিআইডি পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে তিন জনকে গ্রেফতার করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা লুটের উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে দু’জনকে খুন করে ফেলা হয়। এই খুনের ঘটনার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে নিয়ে গেলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে এক জন অভিযুক্ত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কিন্তু গত ৩১ শে অক্টোবর ওই অভিযুক্ত হাসপাতালের কাচ ভেঙে পালিয়ে গেলে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়। অবশেষে গোপন সূত্র মারফত জানা গিয়েছে যে, ওই অভিযুক্ত ধানবাদ থেকে ট্রেনে উঠেছে। শেষমেশ আসানসোল রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়।