অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধাননগরের কেষ্টপুরে প্রফুল্ল কাননের কাছে একটি আবাসনের তিনতলা থেকে মা-মেয়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলো মা গোপা দাস ও মেয়ে সুদেষ্ণা দাস।
সূত্রের খবর, ওই আবাসনে গোপা দেবীরও ভাই থাকতেন। কিন্তু এদিন তিনি বাড়িতে ছিলেন না। এদিকে তিনি সকালবেলা থেকেই গোপা দেবী এবং সুদেষ্ণাকে ফোনে না পাওয়ায় আবাসনের নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই দেখেন, মা-মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে।
এরপর দ্রুত বাগুইআটি থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দু’টি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি মা-মেয়ে কি আত্মহত্যা করেছেন, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আত্মীয় এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ চলছে।