Indian Prime Time
True News only ....

এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হতে চলেছে শালবনিতে

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আগামী ২১ শে এপ্রিল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের শালবনি সফরে যাচ্ছেন। জানা যায়, জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পা রাখতে চলেছেন। সূত্রের খবর, সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন। এরপর পরদিন মঙ্গলবার দমকল সহ বিভিন্ন সরকারী প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল চলতি বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করে জানান, ‘‘শালবনিতে আটশো মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী হবে। এই মর্মে জিন্দাল শিল্পগোষ্ঠী ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।’’ এবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই শিলান্যাস করতে চলেছেন। উল্লেখ্য, ২০০৮ সালে শালবনিতে ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। সাধারণ মানুষের থেকে পাওয়া জমিতে কারখানার শিলান্যাসও হয়েছিল। কিন্তু তা আর নির্মিত হয়ে ওঠেনি।

শালবনিবাসীদের চাকরীর স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। পরিবর্তে ২০১৮ সাল নাগাদ বাংলার বৃহত্তম সিমেন্ট কারখানা নির্মিত হয়। তবে বাসিন্দারা আরো শিল্প নির্মাণের এরপর আর কোনো কারখানা নির্মিত হয়নি। তবে এবার নির্বাচনের আগেই শালবনির শিল্পের তালিকায় বিদ্যুৎ শিল্প জুড়ে যাচ্ছে। দু’হাজার একরের শিল্পতালুক জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে। জিন্দাল গোষ্ঠীর কথায়, ‘‘এবার দেশের পাওয়ার হাউস এই বাংলা হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রতিশ্রুতি সফল হবে।’’

Get real time updates directly on you device, subscribe now.