ব্যুরো নিউজঃ জাপানঃ আজ সকালবেলা অতর্কিতে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা জানান, “বর্তমানে শিনজো আবের অবস্থা সংকটজনক।”
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এদিন সাড়ে ১১ টা নাগাদ শিনজো আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দিচ্ছিলেন। সে সময় শিনজো আবেকে লক্ষ্য করে ৪১ বছর বয়সী স্থানীয় বাসিন্দা টেটসুয়া ইয়ামাগামি নামে এক জন আততায়ী গুলি ছোঁড়েন।
এরপর শিনজো আবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এও জানা গিয়েছে যে, শিনজো আবে গুলি লাগার পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে টেটসুয়া ইয়ামাগামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে।