অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান, “অভিজিৎ মণ্ডলের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।”
গতকালই তাকে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। এরপর আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যানে ওঠার সময় আচমকাই হোঁচট খান। আর তখনই এক জন পুলিশ কর্মী অভিজিৎ মণ্ডলকে পড়ে যাওয়া থেকে আটকান। আর তারপর থেকে অভিজিৎ মণ্ডল অসুস্থতা বোধ করতে থাকলে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দেরিতে পৌঁছানো, ক্রাইম সিন ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করা সহ একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ডও করেছে। গতকাল শিয়ালদহ আদালতে তাকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাথে আদালতে পেশ করানো হলে বিচারক ৩০ শে সেপ্টেম্বর অবধি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here