চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। স্ট্রেচারে করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাথে চিকিৎসক ও স্ত্রী মীরা ভট্টাচার্য ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতাল থেকে বের হবার সময় দেখা যায়, দাড়ি-গোঁফ কামানো মুখে সার্জিক্যাল মাস্ক। এক জন চিকিৎসক হাত ধরে রেখেছেন। আর পাশে রাইলস টিউব।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাড়ি যাওয়ার পথেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। যখন বাড়ি পৌঁছাবেন, তখনও এক জন চিকিৎসক উপস্থিত থাকবেন। বাড়ি ফেরার পথে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া না হলেও রাতেরবেলা আবার বাইপ্যাপে থাকবেন। আর আপাতত এক মাস হোম কেয়ার সাপোর্টে থাকবেন।
মীরা দেবী বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জানান, ‘‘আপনারা আন্তরিক ভাবে প্রার্থনা করুন। শুভেচ্ছা জানান। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাড়িতেও যেন সুস্থ হয়ে থাকতে পারেন। কড়া নজরদারীতে রাখতে হবে।’’ আর বুদ্ধদেব ভট্টাচার্যের যেভাবে সবাই খোঁজ নিয়েছেন এবং পাশে থেকেছেন, এর জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন।