সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলা হাসপাতালে চোখ অপারেশনের পর আজ সদর হাসপাতালে ওষুধ নিতে এসে ছিনতাইবাজের কবলে পড়েন ৮০ বছরের একজন বৃদ্ধা। ফলে বৃদ্ধার গলায় থাকা সোনার চেনটি খোয়া যায়।
এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা নন্দী বালা বিশ্বাস নিজের ছেলের টোটো করে সদর হাসপাতালে আসেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=6vKA2Xc2IBE
পরিবারের অভিযোগ, “কিছু দিন আগে নন্দী বালা বিশ্বাস সদর হাসপাতালে চোখ অপারেশন হয়। আর আজ তিনি আউটডোরে ডাক্তার দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগে ওষুধ আনতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দুষ্কৃতীরা রুমাল দিয়ে মুখ চেপে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে অপর একটি টোটোতে চেপে নন্দী বালা বিশ্বাসকে শহরের জেলখানা চত্বরে ফেলে দিয়ে চলে যায়”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=96FshUnTcIY
এই ঘটনার খবর পেয়ে ছেলে মহাদেব বিশ্বাস ছুটে এসে বৃদ্ধা মাকে উদ্ধার করে। মহাদেব বিশ্বাস বলেন, “মা সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে ছিনতাইয়ের কবলে পড়েছে। হাসপাতালের মতো জনবহুল এলাকায় এরকম ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। এই ঘটনাটির খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=9FcWn00vMss